Wellcome to National Portal
Main Comtent Skiped

স্বাগতম। ভৈরব উপজেলার মোট জনসংখ্যা ৩,৬২,৬৬৫ জন, নারী: ১৮৭১৭৬ জন, পুরুষ: ১৭৫৪৮৯ জন। ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা (জন): ১। আগানগর: ৩৩৯৬৮ (পুরুষ: ১৫৬৪৬, নারী: ১৮৩২২), ২। গজারিয়া: ৩১৯৩৩ (পুরুষ: ১৫৫৯২, নারী: ১৬৩৪১), ৩। কালিকাপ্রসাদ: ৩৬৭০২ (পুরুষ: ১৭৬৮৯, নারী: ১৯০১৩), ৪। সাদেকপুর: ১৩৭৩২ (পুরুষ: ৬২৮৬, নারী: ৭৪৪৬), ৫।শিবপুর: ৩১৭৭২ (পুরুষ: ১৫৩৮৮, নারী: ১৬৩৮৪) ৬। শিমুলকান্দি: ৩৫২৯৬ (পুরুষ: ১৬৪৫৪, নারী: ১৮৮৪২), ৭। শ্রীনগর: ২২৯৬৯ (পুরুষ: ১০৬৮৮, নারী: ১২২৮১) তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

সকলের জন্য পরিসংখ্যান। ভৈরবের ধর্মভিত্তিক জনসংখ্যা: (জন) ১। মুসলমান ৩৫০০৯৭, পুরুষ: ১৬৯১১৭ নারী: ১৮০৯৬৪, ২। হিন্দু ১২৫৩৪, পুরুষ: ৬৩৩৯ নারী: ৬১৯৫, ৩। খ্রিস্টান ২৬, পুরুষ: ১৬ নারী: ১০, ৪। বৌদ্ধ ২০, পুরুষ: ১৩ নারী: ০৭, ৫। অন্যান্য ০৪, পুরুষ: ০৪ নারী: ০০, তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো


সিটিজেন চার্টার

১। সকল প্রকার শুমারি পরিচালনা করা । (আদাম শুমারি, কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি ইত্যাদি ।

২। কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ ও প্রেরণ (স্হায়ী এবং অস্হায়ী ফসল ) ।

৩। প্রধান প্রধান ফসলের(আউশ,আমন,বোরো,পাট,গম ও আলু) মোট আয়তন সংগ্রহ ,পূর্বাভাস প্রস্তুত এবং পরীক্ষামূলক শষ্য কর্তন পূর্বক    মোট উৎপাদন নিরুপণ।

৪। দাগগুচ্ছ হতে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা ।

৫। জনতাত্ত্বিক তথ্য প্রক্রিয়াকরণের ধারণা ও পরিমাপ এর আওতায় জন্ম,মৃত্যু,বিবাহ ,তালাক ,আগমন ,বহির্গমন এবং প্রতিবন্ধি ইত্যাদি তথ্য সংগ্রহ ।

৬। খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক অবস্হা,দারিদ্রতা ইত্যাদি পরিমাপ করা ।

৭। বিভিন্ন জরিপ এর মাধ্যমে শিশু মৃত্যু,বিবাহ,বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন, শিক্ষা,স্বাস্হ্, পরিবার পরিকল্পনা ও পুষ্টি ইত্যাদি তথ্য সংগ্রহ করা ।৮। উপজেলাস্হ পৌরসভা এবং সকল  ইউনিয়নর বাজেট সংগ্রহ করা ।

৯। প্রাকিৃতিক দূর্যোগের কারনে উপজেলার বিভিন্ন ফসল এবং সম্পদের ক্ষয়ক্ষতি হিসাব নিরুপন ।

১০। কৃষি শ্রমিক এর মাসিক শ্রমের হার সংগ্রহ করা ।

১১। ভূমি ব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ ।